ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ , ০৩:৩০ পিএম


loading/img
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোসনারা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৪ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, রোসনারা বেগম রাজশাহীর চারঘাট উপজেলার মিরপুর এলাকার আফাজ উদ্দিনের মেয়ে। বৃহস্পতিবার রাতে জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শুরুতে তাকে ডেঙ্গু ওয়ার্ডে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সেদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৫২ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৩২ জন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |