ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৪১ পিএম


loading/img
ছবি: আরটিভি

মাদারীপুরের শিবচরে রেলের ধাক্কায় অজ্ঞাত এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচরের পাঁচ্চর বাজার সংলগ্ন মাদবরেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, সন্ধ্যার দিকে পাঁচ্চর এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রেল লাইন পার হবার সময় ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনের সঙ্গে ওই নারীর ধাক্কা লাগে। এ সময় ছিটকে রেললাইন থেকে দূরে গিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আমরা খবর পেয়েছি। যেহেতু রেলে কাটা পড়ে মারা গেছে, সেহেতু বিষয়টি রেল পুলিশ দেখবে। আমরা রেল পুলিশকে অবগত করেছি।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |