ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

প্রতিবন্ধীদের সমাজের সম্পদে পরিণত করতে হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৫ অক্টোবর ২০২৩ , ১২:৪৭ এএম


loading/img
ছবি : আরটিভি

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরকে সমাজের সম্পদে পরিণত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছেন। সমাজের পিছিয়ে পড়া এসব মানুষকে সামনে এগিয়ে নিয়ে এসেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৪ অক্টোবর) সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও আরটিভির আয়োজনে যশোরের ঝিকরগাছায় অদম্য সম্মাননা ও প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতা দূর করে স্মার্ট বাংলাদেশ গড়তে আরটিভি অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। আরটিভি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিয়ে যে কাজ কারছে তা অবিস্মরণীয়।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষকে মূল ধারায় নিয়ে এসেছেন। তিনি ও তার কন্যার প্রচেষ্টায় দেশের প্রতিবন্ধী, বুদ্ধি ও অটিজম শিশুদের এগিয়ে নিচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে প্রতিবন্ধীদের কাছে যাওয়া হচ্ছে। আমরা তামান্নার সাহস যোগাতে এসেছি। এ কারণেই আজ আমরা এখানে এসেছি। আমাদের সামনে তার উজ্জল দৃষ্টান্ত তামান্না নূরা।

তিনি বলেন, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল আজ বিশ্বে রোল মডেল। তামান্না রোল মডেলের অংশ হোক। স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে সেও অংশ নিবে।

পরে মন্ত্রী অদম্য সম্মাননা ও প্রণোদনা প্রদান করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, সমাজ কল্যাণ অধিদপ্তরের যশোরের উপ-পরিচালক অসিত কুমার সাহা, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক, সমাজ কল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, আরটিভির বিশেষ প্রতিনিধি সৈয়দা মনিরা ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মেজবাহ উদ্দিন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত প্রমূখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |