ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আখাউড়া থানা-পুলিশ।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর রেলস্টেশনের কাছের একটি কাঁঠাল গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঁঠাল গাছে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। আখাউড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আখাউড়া থানায় নিয়ে আসে।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির মরদেহ কাঁঠাল গাছে ঝুলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতে তিনি গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরিচয় শনাক্তের ব্যাপারে চেষ্টা চলছে।