ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

প্রেমিকার বাড়ির সামনে থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ , ০৬:২৫ পিএম


loading/img

বাগেরহাটের কচুয়ায় নিখোঁজের ৪ দিন পর প্রেমিকার বাড়ির সামনে থেকে রাজিব শেখ (১৯) নামে এক প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৬ অক্টোবর) সকালে কচুয়া উপজেলার গিমটাকাঠি গ্রামের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজিব শেখ বাগেরহাট সদরের বারুইপাড়া গ্রামের সাইফুল শেখের ছেলে।

নিহতের চাচা জানান, রাজিব শেখের সঙ্গে কচুয়া উপজেলার গিমটাকাঠি গ্রামের এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এর আগে একবার ওই মেয়ে রাজিব শেখের বাড়িতে চলে যায়। পরে তাকে তার পরিবার বাড়িতে নিয়ে যায়।

বিজ্ঞাপন

৪ দিন আগে রাজিব শেখ নিখোঁজ হয়। তার মোবাইলও বন্ধ ছিল। সকালে একজনের ফোন পেয়ে জানতে পারেন রাজিবের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।

গতকাল রোববার একটি মেয়েকে জ্বালাতন করছে বলে ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশ গেলে তারা বলে ছেলেটি চলে গেছে। রাজিবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় কচুয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য আজাদ বালি বলেন, ছেলেটির সঙ্গে তার ওয়ার্ডের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি তিনি আগেই শুনেছেন। মেয়েটির বয়স কম। সোমবার সকালে খবর পেয়ে তিনি এসে ঝুলন্ত মরদেহ দেখতে পান।

বিজ্ঞাপন

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |