ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

মেট্রোর নিরাপত্তায় প্রতি স্টেশনে ৯ পুলিশ

আরটিভি নিউজ

শনিবার, ২১ অক্টোবর ২০২৩ , ০৩:২৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তায় নিয়োজিত ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ কেবল স্টেশনের ভেতরে দায়িত্ব পালন করবে। এজন্য প্রতি স্টেশনে ৯ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

বিজ্ঞাপন

শনিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় আগারগাঁও স্টেশন পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ নির্দেশনা দেন। পরে মেট্রোরেলে করে উত্তরা উত্তর স্টেশনে যান ডিএমপি কমিশনার। সেখানে পৌঁছে গণমাধ্যমে ব্রিফ করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, মেট্রোতে ডিএমপির ৫৩৭ জন কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

গত বছরের ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন। এরপর উত্তরা-আগারগাঁও মেট্রোরেলের কার্যক্রম উদ্বোধন করা হয়। এরই মধ্যে এই অংশের সব স্টেশন চালু হয়েছে। এখন মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে। আগামী ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |