ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

কাকরাইলে গাড়ি ভাঙচুর 

আরটিভি নিউজ

শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ , ১২:১১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে। পাশাপাশি জামায়াত সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আরামবাগে। এরই মধ্যে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে কাকরাইল।

বিজ্ঞাপন

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে একটি বাস কাকরাইলের হেয়ার রোডে দুইটি পিকআপ ভাঙার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, কাকরাইলের হেয়ার রোডে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) এবং প্রধান বিচারপতির বাসভবনের বিপরীতে দুইটি পিকআপ ভাঙচুর করা হয়। একটি মিছিল মগবাজার থেকে কাকরাইলের দিকে যাওয়ার সময় এ দুইটি নীল পিকআপ গাড়ি আটকে ভাঙচুর চালিয় তারা। পরে দ্রুত সটকে পরে মিছিলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

অপর দিকে একই সময়ে কাকরাইল মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়। তবে কে বা কারা বাসটিতে ভাঙচুর করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় একজনকে আটক করার দাবি করেছে। তবে আটক ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য জানা যাবে বলে জানিয়েছে তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |