ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মো. কামাল ভুইয়া নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা মামলায় আরও দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালের দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম। এর আগে, মঙ্গলবার বগুড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে কামাল হত্যা মামলা ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জাঙ্গাল গ্রামের মো. আনিস মিয়ার ছেলে মো. ফজলে রাব্বি ওরফে বাবু (৩০) ও বাবুর স্ত্রী পলি বেগম (২৫)।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর উপজেলার মোগড়া বাজারে সন্ধ্যায় তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে বালু ফেলে মানুষ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্থানীয় আনিস মিয়ার লোকজন। এ সময় দোকান মালিক কামাল ভূইয়া এগুলো সরাতে বলায় তাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করে স্থানীয় আনিস মিয়া ও তার শ্বশুর বাড়ির লোকজন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থা ৪ দিন পর ২৮ অক্টোবর তিনি মারা যান।
এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আনোয়ার হোসেন ও নবীর হোসেন নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। একই মামলায় মঙ্গলবার বগুড়া থেকে অভিযুক্ত মো. আনিস মিয়ার ছেলে মো. ফজলে রাব্বি ওরফে বাবু ও বাবুর স্ত্রী পলি বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদূল ইসলাম জানান, কামাল ভুইয়া হত্যার ঘটনায় মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।