ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোটার (ফরিদপুর), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩ , ০৪:৫৭ পিএম


loading/img
ফাইল ছবি

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজন পুরুষ ও দুজন নারীর মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৯৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৮৫ জন।

বিজ্ঞাপন

মৃতরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুরের চকমাঝিগাটি গ্রামের বাবুল শেখের ছেলে খোকন শেখ (১৯), কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের বকুল মিয়া (৩৪), ঝিনাইদহ সদর উপজেলার কালিচরনপুর গ্রামের লক্ষণ দাস (৪৪), রাজবাড়ী সদর উপজেলার সাতরশি গ্রামের বাচ্চু শেখের স্ত্রী হালিমা বেগম (৪৩) ও ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের আবু তালেব শেখের স্ত্রী জরিনা বেগম (৬১)।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান গণমাধ্যমকে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯৯ রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৮৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১১৬ জন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |