ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নাইক্ষ্যংছড়ির মার্কেটে মধ্যরাতে আগুন, পুড়ল ৭ দোকান 

সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ , ১২:২০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সাত দোকান পুড়ে ছাই হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। 

বিজ্ঞাপন

রোববার (৫ নভেম্বর) রাত ১টায় নাইক্ষ্যংছড়ি উত্তর বিছামারা কেজি স্কুল গেইটের সামনের মকসুদ রহমান মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত এক দোকানি জানান, রোববার মধ্যরাতে মকসুদ রহমান মার্কেটে আগুন লাগে। এতে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।এলাকাবাসী ও রামু উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই মার্কেটের সাত দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বিজ্ঞাপন

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে ও কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা যাচাই করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, এলাকাবাসী, পুলিশ ও রামু ফায়ার সার্ভিসের সদস্যদের এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |