ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মায়ের মৃত্যুর পরদিন চলে গেলেন ছেলেও

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ , ০৫:০৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে একদিন পর মারা গেছেন ছেলে ঝান্টু মোল্লা (৫০)।

বিজ্ঞাপন

সোমবার (৬ নভেম্বর) ঝান্টু মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ছোট ভাই মো. হারুন মিয়া। 

তিনি জানান, জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বড় ভাইকে দাফন করা হয়েছে।  

বিজ্ঞাপন

এর আগে, রোববার রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাড়িতে মারা যান ঝান্টু। সে ওই গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি তিন মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে মৃত ইদ্রিস মোল্লার স্ত্রী রেজিয়া খাতুন (৭০) মারা যান। 

এলাকাবাসীর দাবি, মায়ের মত্যুর শোক সইতে না পেরে ঝান্টুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মা-ছেলের মৃত্যুতে ঝান্টু মোল্লার স্ত্রীসহ পরিবারের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তারা পারিবারিকভাবে চিকিৎসাধীন রয়েছেন।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ইদ্রিস মিয়া বলেন, মায়ের মৃত্যুশোকে ছেলেরও মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। শুনেছি তাদের শোকে পরিবারের আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |