ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আখাউড়ায় মালবাহী ট্রেনের ইঞ্জিনের তেল চুরি, গ্রেপ্তার ১ 

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০৭:০২ পিএম


loading/img

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে পুলিশ মালবাহী ট্রেনের ইঞ্জিনের তেল চুরির মামলায় মুরাদ মিয়া (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মুরাদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

এর আগে, গত ৭ এপ্রিল রাতে আখাউড়া রেলওয়ে থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কোড্ডা রেলওয়ে ব্রিজের পশ্চিম পাশে ২০৩/৪ নম্বর পিলার এলাকায় অভিযান চালায়। সেখানে ৬০৩ নম্বর কনটেইনার ট্রেন অনির্ধারিতভাবে থামিয়ে ইঞ্জিন থেকে তেল নামানো হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রেন চালক ট্রেন ছেড়ে দিলে পুলিশের সংকেত উপেক্ষা করে ট্রেনটি দ্রুত সেখান থেকে চলে যায়। তবে অভিযানে পুলিশ একটি বড় প্লাস্টিক ড্রামে ২০০ লিটার ও একটি ছোট ড্রামে ১০ লিটার তেল উদ্ধার করে। এছাড়া তেল পাচারের কাজে ব্যবহৃত একটি বড় পাতিল ও একটি বাঁশ জব্দ করা হয়।  

পরদিন ৮ এপ্রিল আখাউড়া রেলওয়ে থানার এস আই শোভন কুমার নাগ বাদী হয়ে কনটেইনার ট্রেনের দুই চালক, গার্ডসহ মোট আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন—ট্রেন চালক নাসির উদ্দিন, সহকারী চালক আব্দুর রাজ্জাক, গার্ড ওমর ফারুক, এবং কোড্ডা গ্রামের পারভেজ (জাফর), কাজী রতন, মুরাদ মিয়া, ইসহাক মিয়া ও শামিম মিয়া। এ ছাড়া আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।  

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |