বিএনপির ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে কুষ্টিয়ায় তেমন কোনো প্রভাব পড়েনি।
বিজ্ঞাপন
বুধবার (৮ নভেম্বর) অবরোধ শুরুর প্রথম দিনে এবার যাত্রীবাহী বাস চলতে দেখা গেছে। আর সিএনজি, অটোরিকশা চলছে অন্যান্য দিনের মতো।
বিজ্ঞাপন
তবে সংখ্যা কম হলেও যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে যাত্রীবাহী বাস চলছে বলে জানিয়েছে জেলা বাস মালিক সমিতি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের চলাচলও স্বাভাবিক হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে আজও বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। যেকোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।