ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ মো. আকরাম (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। এর আগে পুলিশের মাদকবিরোধী ২৪ ঘণ্টা বিশেষ অভিযানে আখাউড়া পৌরসভার রেলওয়ে পূর্ব কলোনী এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি আকরাম জামালপুর জেলার ইসলামপুরের পচাবহলা এলাকার-মৃত সাজু মিয়ার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে মাদক কারবারি আকরামকে আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।