ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

জুন থেকে বিসিবির ‘স্পিনার হান্ট’ অভিযান শুরু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০৭:১৩ পিএম


loading/img
ছবি: বিসিবি

পেসাররা ভালো শুরু করলেও সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ম্যাচের মাঝেই দিকে উইকেট তুলতে ব্যর্থ হচ্ছে মিরাজ ও রিশাদরা। তাই প্রতিপক্ষ অল্পতেই আটকাতে পারছে না বাংলাদেশ। তাই বার নতুন প্রতিভা খুঁজতে দেশব্যাপী ‘স্পিনার হান্ট’ অভিযান চালাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

আগামী জুন মাস থেকে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে এই কার্যক্রম শুরু হবে। দেশজুড়ে প্রতিভাবান স্পিনারদের খুঁজে বের করাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য। এই কার্যক্রম পরিচালনা করবেন গেম ডেভেলপমেন্টের কোচ শাহেদ মেহমুদ। 

গত বছর তার নেতৃত্বে রিস্ট স্পিনারদের খোঁজে একটি কার্যক্রম পরিচালিত হয়েছিল, যার মাধ্যমে ১৪ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। এবার সেই তালিকা চূড়ান্ত করার পাশাপাশি নতুনভাবে লেগ-স্পিনার, অফ-স্পিনার, বাঁ-হাতি স্পিনার এবং সম্ভাব্য চায়নাম্যান বা রহস্য স্পিনারদের খুঁজে বের করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষেয় বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার বলেন, আমরা জুন মাসে স্পিনার হান্ট শুরু করব। এক বছর আগে শুধু রিস্ট স্পিনারদের নিয়ে কাজ করেছি। এবার আরও বিস্তৃত পরিসরে কাজ করব। যদি চায়নাম্যান বা রহস্য স্পিনার পাওয়া যায়, তাদেরও পরিচর্যার চেষ্টা করব।

তিনি আরও বলেন, রিস্ট স্পিন ক্যাম্পটা এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু করব আমরা। এটি ক্যাম্পের চূড়ান্ত ধাপ হবে, যেখানে সংক্ষিপ্ত তালিকায় থাকা খেলোয়াড়দের নিয়ে কাজ করা হবে।

নতুন স্পিন প্রতিভা তুলে আনতে বিসিবির এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের স্পিন শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |