ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ২ নির্মাণ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ , ১০:২৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম ও হাফিজুল ইসলাম নামে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আওয়াল নামের আরও এক শ্রমিক। 

বিজ্ঞাপন

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পীরগঞ্জ-রানীশংকৈল পাকা সড়কের গনিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হতাহতদের বাড়ি পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামে।

বিজ্ঞাপন

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ জানান, কাজ শেষে একটি পাওয়ার ট্রলিতে করে কয়েকজন নির্মাণ শ্রমিক বাড়ি যাওয়ার পথে গনিরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা খড়বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিন শ্রমিক গুরুতর আহত হন। 

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যান। পরে তাদের মধ্যে দুজনকে ডাক্তার মৃত ঘোষণ করেন।

তিনি আরও বলেন, পুলিশ খড়বোঝাই ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। আহত আওয়ালকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |