ঝালকাঠির রাজাপুরে রবিউল ইসলাম (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আলগী সত্যনগর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রবিউল ইসলাম ওই এলাকার হারুন হাওলাদারের ছেলে। তিনি একজন ইজিবাইক চালক।
নিহত রবিউলের ছোট ভাই সফিকুল হাওলাদার বলেন, ৪ মাস আগে উপজেলার গালুয়া ইউনিয়নের মিরেরহাট এলাকার মো. কালামের মেয়ে বিথির সঙ্গে পারিবারিকভাবে রবিউলের বিয়ে হয়। কিন্তু রবিউলের সঙ্গে বিয়ের আগে বিথির উপজেলার ভাতকাঠি এলাকার চান মিয়ার ছেলে মো. সজিবের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। যা বিথির পরিবার গোপন করেই রবিউলের সঙ্গে বিয়ে দিয়েছিল। পরে বিষয়টি জানাজানি হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে সমস্যা হওয়ায় দুই পরিবার এবং স্থানীয় মুরুব্বিরা মিলে তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এরপর বিথি বাবার বাড়ি চলে যান। তবে এ সিদ্ধান্তের কয়েকদিন পর বিথি আবার স্বামীর ঘরে চলে আসেন।
এরপর বুধবার সকাল ৮টার দিকে প্রেমিক সজিব বিথির সঙ্গে দেখা করতে যান। স্বামী রবিউল বাড়ি ফিরে সজিবকে ঘরে দেখতে পান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে বিথিকে তার সংসার ছেড়ে চলে যেতে বলে রবিউল। এরপর বিকেলে বিথি বাপের বাড়ি গেলে সন্ধ্যায় রবিউলের ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি মর্গে পাঠানো হবে।