ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে বদলি

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ , ১০:৩৪ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ভূমি অফিসের দুই কর্মচারীকে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) সানোয়ার হোসেনকে গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়ন ভূমি অফিসে ও অফিস সহায়ক আহাম্মদ আলীকে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, উভয়পক্ষের সঙ্গে কথা বলে ঘুষ নেওয়ার ঘটনার সত্যতা পাওয়ায় তাদের বদলি করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২২ নভেম্বর রাজিবপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) সানোয়ার হোসেন ও অফিস সহায়ক আহাম্মদ আলীর ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক ভাইরাল হয়। এরপর ভুক্তভোগীরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে গণস্বাক্ষরে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |