ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

শেরপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩ , ১১:৩৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলার ষাটকাঁকড়া এলাকায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের সিংগারভিটার আতাউর রহমানের ছেলে লাভলু (২১) ও ঝিনাইগাতী উপজেলার তারাগাও বটতলার নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩)। আহত শিশুটির নাম আবু হানিফ (১০)। 

বিজ্ঞাপন

তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সন্ধ্যায় লাভলু ও মেহেদীসহ তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন। দ্রুতগামী মোটরসাইকেলটি ষাটকাঁকড়া এলাকায় একটি মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান লাভলু ও মেহেদী।  

এ বিষয়ে শ্রীবরদী থানা ওসি কাইয়ুম খান সিদ্দিক জানান, গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |