ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

নিখোঁজের ৪ বছর পর দেশে ফিরল যুবক

আরটিভি নিউজ

শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ , ১২:৪০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে নিখোঁজের চার বছর পর অবশেষে স্বজনদের কাছে ফিরেছেন মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ নয়ন মিয়া (৩০)।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন তিনি। এ সময় নয়নকে নিতে বুড়িমারী স্থলবন্দর সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় ছিলেন তার বাবা রহিদুল হক।

খোঁজ নিয়ে জানা যায়, চার বছর আগে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা ফুলবাড়ী উপজেলার নিজ বাড়ি থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন নয়ন। ১১ দিন আগে তিনি ভারতের মুর্শিদাবাদের এলাকায় থেকে উদ্ধার হন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় দেশে ফিরতে পারছিলেন না নয়ন।

বিজ্ঞাপন

হারানো ছেলেকে ফিরে পেয়ে নয়নের বাবা বলেন, আমাদের ছেলে নয়ন মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যে সে বাড়ি থেকে চলে যেত। দু-এক দিন পর আবার ফিরে আসত। শেষবার চার বছর আগে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি।

তিনি বলেন, নয়নের সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছবি প্রকাশ করা হয়। এক পর্যায়ে আমি জানতে পারি সে ভারতে অবস্থান করছে। পরে পাসপোর্ট ও ভিসা সংগ্রহের পরে ভারতের পুলিশের সহযোগিতায় নয়নকে ফিরে পেয়েছি।

তিস্তার (৬১ বিজিবি) বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৮৪২/১এক্স আইসিপি বুড়িমারী স্থলবন্দর দিয়ে কোম্পানি কমান্ডারের উপস্থিতিতে নয়নকে হস্তান্তর করা হয়। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে নয়নকে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

এ সময় বুড়িমারী স্থলবন্দরে বিজিবির কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান ও ভারতের মেখলিগঞ্জ পুলিশের সিএস তালুকদার উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বুড়িমারী ইমিগ্রেশনে ওসি মুর হাসান কবির, আইসি ইমিগ্রেশন চ্যাংরাবান্ধার নেস্ট সি সমীর তামাং ও বিএসএফের ইনএসপিআর রাজবীর সিং।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |