ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

১০ বছরে যত টাকার মালিক খালিদ মাহমুদ

আরটিভি নিউজ

রোববার, ১০ ডিসেম্বর ২০২৩ , ০৯:৪০ পিএম


loading/img
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বিগত ১০ বছরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নগদ টাকার পরিমাণ বেড়েছে। যেখানে দশম জাতীয় সংসদের নির্বাচনী হলফনামায় তার অর্থের পরিমাণ ছিল এক লাখ টাকা, সেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তিনি ২ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৮৮৮ টাকা উল্লেখ করেছেন। 

বিজ্ঞাপন

সম্প্রতি তার হলফনামা বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। 

বিশ্লেষণে দেখা গেছে, নগদ অর্থের পাশাপাশি খালিদ মাহমুদ চৌধুরীর বিনিয়োগের পরিমাণও বেড়েছে। দশম নির্বাচনী হলফনামা অনুসারে, তার ব্যাংকসহ বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ ছিল ৭ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ৫৪ হাজার ৬৮১ টাকায়। 

বিজ্ঞাপন

ব্যবসা ও কৃষি থেকে আয় করেন বলে হলফনামায় উল্লেখ করেছেন খালিদ মাহমুদ চৌধুরী।

দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় তার বার্ষিক আয় কৃষি খাত থেকে ২৫ হাজার ৭০০ টাকা, ব্যবসা খাত থেকে ১৭ লাখ ৭১ হাজার ১৬৯ টাকাসহ মোট ১৭ লাখ ৯৬ হাজার ৮৬৯ টাকা দেখানো হয়েছিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় কৃষি থেকে ২৮ লাখ ৪০ হাজার ৯১৫ টাকা, ব্যবসা থেকে ৪ লাখ ২ হাজার ৬৫০ টাকা ও ব্যাংকের আমানতের লভ্যাংশ থেকে ১ লাখ ৪৫ হাজার ৭১১ টাকাসহ মোট আয় দেখানো হয়েছে ৩৩ লাখ ৮৯ হাজার ২৭৬ টাকা।

বিজ্ঞাপন

দশম সংসদের নির্বাচনী হলফনামায় খালিদ মাহমুদ চৌধুরীর স্ত্রীর নামে ব্যাংকে দুই লাখ টাকা থাকার উল্লেখ ছিল। বর্তমানে স্ত্রীর নামে কোনো অর্থ কিংবা স্থাবর সম্পদ দেখানো হয়নি। তবে দশম ও একাদশ সংসদের নির্বাচনী হলফনামায় প্রতিমন্ত্রীর নিজের নামে ৮৫ ভরি সোনা থাকার উল্লেখ থাকলেও এবার সেটি স্ত্রীর নামে দেখিয়েছেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরীর দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় তার নগদ অর্থ ছিল এক লাখ টাকা। পরের সংসদ নির্বাচনের সময় নগদ অর্থ ছিল ৮০ লাখ ১৯ হাজার ৬৩৩ টাকা। এবার তা ২ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৮৮৮ টাকা। এছাড়া তার সাড়ে ৭০ লাখ টাকার গাড়ি আছে।

উল্লেখ্য, দিনাজপুর-২ (বিরল ও বোচাগঞ্জ) আসনের টানা তিনবারের সংসদ সদস্য খালিদ মাহমুদ। তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী প্রয়াত আবদুর রৌফ চৌধুরীর ছেলে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |