চট্টগ্রামের পাহাড়তলী বাজারের এক দোকানের গুদাম থেকে ৩৬ বস্তা পেঁয়াজ উদ্ধার করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১০ ডিসেম্বর) পাহাড়তলী বাজারে এক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসব পেঁয়াজের বস্তা উদ্ধার করে।
জানা যায়, অভিযান চলাকালে বাজারে একটি দোকানে গিয়ে ভোক্তা অধিকারের কর্মকর্তারা দেখতে পান, দোকানে টাঙানো পণ্যের মূল্যতালিকায় ‘পেঁয়াজ নেই’ বলে লিখে রেখেছেন দোকানি। দোকানির সঙ্গে কথা বললে তিনি বলেন, তার কাছে পেঁয়াজ নেই। তবে তার কথায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন কর্মকর্তারা। এ সময় তার গুদামে ৩৬ বস্তা পেঁয়াজ মজুত পাওয়া যায়। এসব বস্তায় রয়েছে প্রায় ১ হাজার ৭০০ কেজি পেঁয়াজ।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ জানান, গুদামে পেঁয়াজ মজুত রেখে তালিকায় পেঁয়াজ নেই লিখে রেখেছিলেন ওই দোকানি। এ ছাড়া মেসার্স কালু শাহ এন্টারপ্রাইজ নামে আরেকটি দোকানেও বাড়তি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছিল। ২ দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, খাতুনগঞ্জ ও চাক্তাই এলাকায় ঘুরে দেখা গেছে, অধিকাংশ আড়তে পেঁয়াজের মজুত নেই। তবে তারা গুদামে কিংবা অন্য কোনো স্থানে পেঁয়াজ মজুত করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, ভারত থেকে রপ্তানি বন্ধে চট্টগ্রামের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম, খুচরা ও পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। আর এই উচ্চ মূল্য নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।