ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

আনমনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ , ০৬:৩৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে রেললাইনের ওপর দিয়ে আনমনে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে রবি চন্দ্র দাস ভুট্টু (৫০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায় উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামের কন্নিপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রবি চন্দ্র দাস ভুট্টু পার্শ্ববর্তী রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদাহ গ্রামের নরেন্দ্র দাসের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকালে রবি চন্দ্র ভুট্টু রেললাইনের ওপর দিয়ে আনমনে হেঁটে যাচ্ছিলেন। এ সময় লালমনিরহাট-সান্তাহারগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে তার শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই রবি চন্দ্র ভুট্টুর মৃত্যু হয়। 

খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

বোনারপাড়া রেলওয়ে থানার ওসি মো. খায়রুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে রবি চন্দ্র ভুট্টু নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |