বাথরুমে থাকা অবস্থায় গোপনে গৃহবধূর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল দুই বন্ধু। আপত্তিকর কাজে রাজি না হওয়ায় আড়াই বছরের সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধুকে পালাক্রমে দলবদ্ধ ধর্ষণ করে তারা। সম্প্রতি মাদারীপুর থেকে জরুরি সেবা ৯৯৯-এ এমনই এক চাঞ্চল্যকর ঘটনার ফোন পায় পুলিশ।
মাদারীপুরের এই ঘটনায় জড়িত বাড়িওয়ালার ছেলে ও তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই গৃহবধূর অভিযোগ, মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় ভাড়া থাকেন তিনি। গত শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঘরের লোকজন আত্মীয়ের বাড়িতে যায়। ছেলেকে ঘুম পাড়িয়ে বাথরুমে যান গৃহবধু। এ সময় বাড়িওয়ালা আজিজুল বেপারীর ছেলে আহাদুল বেপারী কৌশলে ঘরে প্রবেশ করে। পরে বাথরুমে থাকা অবস্থায় আপত্তিকর ভিডিও ধারণ করে আহাদুল ও তার বন্ধু শামীম। এরপর ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্তরা।
একপর্যায়ে শারীরিক সম্পর্ক করতে প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হলে সন্তানকে হত্যার হুমকিসহ গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে তারা। এ সময় কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে দুজনই চলে যান।
রোববার (১০ ডিসেম্বর) রাতে ইন্টারনেটে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে আবারও ঘরে প্রবেশ করে আহাদুল ও শামীম। আবারও শারীরিক সম্পর্ক করতে চাপ দিলে কৌশলে গৃহবধূ জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুজনকে আটক করে। জব্দ করা হয় ভিডিও ধারণকৃত মোবাইল ফোন। এরপর নির্যাতিতাকে রোববার রাতে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।
নির্যাতিতার স্বামী বলেন, আমার স্ত্রীকে ভয় দেখিয়ে আহাদুল ও শামীম দলবদ্ধ ধর্ষণ করেছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, এই ঘটনায় সদর মডেল থানায় দুজনের নামে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে অভিযুক্তরা জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হবে। জব্দ হওয়া মোবাইলটি পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে।