ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মেননের কাছে আসন হারিয়ে হাসপাতালে আওয়ামী লীগের এমপি

আরটিভি নিউজ

বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ , ০১:০৭ এএম


loading/img
ফাইল ছবি

বরিশাল-২ আসনে মনোনয়ন হারিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তাকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন তালুকদার মোহাম্মদ ইউনুস। পরবর্তীতে ১৪ দলীয় জোটের শরীক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ। এতে তালুকদার ইউনুসের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। আসন বণ্টনের পর গত রোববার রাশেদ খান মেননের সঙ্গে উজিরপুর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেন তালুকদার মো. ইউনুস। ওই পরিচিতিসভায় অঝোরে কাঁদছিলেন তিনি। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশালের বাসভবনে নিয়ে যাওয়া হয়। এরপর মঙ্গলবার দুপুরে হঠাৎ তার বুকে ব্যাথা অনুভব হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 

বিজ্ঞাপন

শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে তাকে (তালুকদার মোহাম্মদ ইউনুস) হাসপাতালে ভর্তি করা হয়। প্রচন্ড বুকে ব্যথা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |