ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আমি সেনবাগে দিতে এসেছি, নিতে নয় : মোরশেদ আলম

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ , ০৯:৩৪ পিএম


loading/img
ছবি : আরটিভি

নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোরশেদ আলম বলেছেন, আমি নৌকার মনোনীত প্রার্থী। আমি সেনবাগে দিতে এসেছি, নিতে নয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সেনবাগ উপজেলায় পৃথক দুটি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোরশেদ আলম বলেন, আমি বিগত ১০ বছর সেনবাগকে আগলে রেখেছি। কোথাও কোনো সন্ত্রাস বা চাঁদাবাজির মতো ঘটনা হতে দিইনি। আমার আমলে কোনো প্রকার রাজনৈতিক সংঘাত-সহিংসতা বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। এই দিক থেকে সেনবাগ ছিল শান্তির আবাসস্থল। তবে আমাকে নিয়ে একটি মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশ যেভাবে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, আগামীতেও সেনবাগবাসীকে নৌকা মার্কায় ভোট দিয়ে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি একজন ব্যবসায়ী। রাজনৈতিক সিদ্ধান্তে হয়তো আমার ভুল থাকতে পারে। তবে তা ক্ষমার দৃষ্টিতে দেখে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানাই।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান আলহাজ মোরশেদ আলম। তিনি বর্তমানে এই আসনের সংসদ সদস্য।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি চলে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হয় ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা শুরু হয় ১৮ ডিসেম্বর থেকে, যা জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |