ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, গাড়ি-নির্বাচনী অফিস ভাঙচুর 

আরটিভি নিউজ

শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ , ০৮:৪৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য আতাউর রহমানের ওপর হামলা, গাড়ি ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গড্ডিমারী মেডিকেল মোড় এলাকায় গণসংযোগ করতে গেলে তার ওপর হামলা করা হয়।

আতাউর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হায়াত খান বলেন, ওই এলাকায় গণসংযোগে গেলে গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ আওয়ামী লীগ, যুব ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী পথ রোধ করে বাঁধা দেয়। এ সময় স্বতন্ত্রপ্রার্থী ও তার সফরসঙ্গীদের ওপর হামলাসহ গাড়ি ও অফিস ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বলেন, স্বতন্ত্রপ্রার্থী আতাউর রহমানের গণসংযোগ বাঁধা, গাড়ি ও অফিস ভাঙচুরসহ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থীর ব্যক্তিগত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক শ্যামল। তার দাবি, স্বতন্ত্রপ্রার্থী গণসংযোগের নামে নৌকার বিরুদ্ধে কথা বললে স্থানীয় লোকজনের বাঁধার মুখে পড়ে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |