খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) উপজেলার গুটুদিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ওয়াপদার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
গুটুদিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মাসুদ রানা সরদার জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস গুটুদিয়া ওয়াপদা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে উল্টে যায়। এ সময় শিশুসহ আন্তত ২২ জন গুরুতর আহত হন। স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসান শাহারিয়ার জানান, শরীরের অর্ধেক অংশ পুড়ে যাওয়া বাগেরহাটের পলাশ শেখসহ ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা জানান, খাদে পড়া বাসটি উদ্ধার করা হয়েছে। এতে কেউ মারা যাননি। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।