ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

আরটিভি নিউজ

শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ , ১১:৩২ পিএম


loading/img
আমিমুল ইহছান। ছবি : সংগৃহীত

নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিমুল ইহছানকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পৌর শহরের সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে সদর থানার ওসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত নভেম্বর মাসে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি আমিমুল ইহছান। ওই মামলায় অজ্ঞাতসহ আরও ১০০-১৫০ জন আসামি রয়েছে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হাসান জোবায়ের হিমেল বলেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে প্রতিদিন পুলিশের হাতে নেতাকর্মীরা আটক হচ্ছে। আমিমুল ইহছানের নামে কোনও মামলা নেই।

ওসি মাসুদুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমিমুল ইহছান গ্রেপ্তার করা হয়েছে। তিনি নাশকতার সঙ্গে জড়িত কিনা তদন্ত সাপেক্ষে জানাবো। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |