নওগাঁ-৪ (মান্দা) আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালিয়ে নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার মৈনম এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থীর অন্তত তিনজন সমর্থক গুরুতর আহত হয়েছেন।
পরে এ ঘটনার একটি ভিডিও ও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
সিসিটিভি ফুটেজে ১৩টি মোটরসাইকেল যোগে ২৬ জন যুবককে স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা’র নির্বাচনী অফিসের দিকে আসতে দেখা গেছে। যাদের প্রত্যেকের মোটরসাইকেলে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী নাহিদ মোর্শেদ বাবুর নির্বাচনী স্টিকার লাগানো রয়েছে। অনেকের হাতে দেখা গেছে লাঠিসোঠাও। ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে বেশ কয়েকজন যুবককে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের লাঠিসোঠা হাতে ধাওয়া করতে দেখা গেছে। তারা স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীক সম্বলিত ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলেন।
এরপর ভাঙচুর করা হয় নির্বাচনী অফিস। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।