ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

নৌকা মাথায় নিয়ে ভোট চাইছেন শাহজাহান

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ , ১০:৪৮ এএম


loading/img
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর নির্বাচনী এলাকাগুলো। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে যে যেভাবে পারছেন প্রচার চালাচ্ছেন।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় কাঠের নৌকা মাথায় নিয়ে ঘুরে ঘুরে নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন টুঙ্গিপাড়ার শাহজাহান সরদার (৬০) নামের এক ব্যক্তি।

দেখা যায়, শাহজাহান সরদার নামের এই নৌকা প্রেমিক ঘুগরি পায়ে ৪ ফিটের কাঠের নৌকা মাথায় নিয়ে সারাদিন হেঁটে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নৌকায় ভোট চাইছেন। 

বিজ্ঞাপন

শাহজাহান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের বাসিন্দা। তিনি সোমবার সকালে টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী ট্রেনে করে ফরিদপুর-১ আসনে আসেন।

এ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমানের পক্ষে নৌকা মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় ভোট চেয়ে ঘুরছেন তিনি।

তার এ ধরনের প্রচারণা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এলাকায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে শাহজাহান সরদার বলেন, ছোটবেলা থেকে বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছি। নৌকা হলো বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। ভোট এলেই আমি সারাদিন নৌকা মাথায় নিয়ে বিভিন্ন এলাকায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |