পতেঙ্গা বে-টার্মিনালে শতভাগ বিদেশি বিনিয়োগ চায় কর্তৃপক্ষ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ , ০৪:৫২ এএম


পতেঙ্গা বে-টার্মিনালে শতভাগ বিদেশি বিনিয়োগ চায় কর্তৃপক্ষ
ছবি : সংগৃহীত

পতেঙ্গা বে-টার্মিনালে শতভাগ বিদেশি বিনিয়োগ চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এমনটিই জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. সোহায়েল।

বিজ্ঞাপন

বুধবার (২৭ ডিসেম্বর) বন্দর ভবনের সম্মেলন কক্ষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

বন্দর চেয়ারম্যান বলেন, একটি দেশি প্রতিষ্ঠান সাড়ে তিন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা চাই শতভাগ বিদেশি বিনিয়োগ। বে-টার্মিনালসহ এর আশপাশের এলাকায় সাড়ে ১১ থেকে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে বলে আশা করছি।

বিজ্ঞাপন

বন্দর চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম বন্দর কনটেইনার হ্যান্ডলিংয়ে এরই মধ্যে তিন মিলিয়নের ক্লাবে প্রবেশ করতে পেরেছি। বছরের শেষ ক’দিনে এটি প্রায় ৩ দশমিক ১ মিলিয়ন টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ে রূপান্তর হবে। এ ছাড়া আগের চেয়ে এবার রেকর্ডসংখ্যক বাল্ক কার্গো হ্যান্ডলিং হবে। এখন পর্যন্ত ১১ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৫৭৬ টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। যা বছর শেষে ১২ কোটি টন ছাড়িয়ে যাবে। ফলে এটি আগের কার্গো হ্যান্ডলিংয়ের রেকর্ডও ছাড়িয়ে যাবে।

রিয়ার অ্যাডমিরাল মো. সোহায়েল আরও বলেন, সার্বিকভাবে বে-টার্মিনালে আগামী বছর পিএসএ সিঙ্গাপুর, ডিপি ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড ব্যাংকসহ বিদেশ থেকে সাড়ে সাত থেকে আট বিলিয়ন ডলার বিনিয়োগ পাব। এ ছাড়া লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণের জন্য ডেনমার্কের বিশ্ববিখ্যাত টার্মিনাল অপারেটর এপিএম টার্মিনালস প্রস্তাব দিয়েছে, যা বর্তমানে পিপিপি প্রকল্প হিসেবে প্রক্রিয়াধীন। বে-টার্মিনালের কনটেইনার টার্মিনাল-১ ও ২ নির্মাণ এবং পরিচালনার জন্য পিএসএ সিঙ্গাপুর ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আগামী বছর চুক্তি সই হবে বলে আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর সচিব ওমর ফারুক, মাতারবাড়ী সমুদ্রবন্দরের প্রকল্প পরিচালক জাহিদ হোসেন ও বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission