মুন্সীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উৎযাপিত হলো পিঠা উৎসব।
‘নাটক সুন্দরের কথা বলে’ এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের স্বনামধন্য নাট্য সংগঠন হিরণ-কিরণ থিয়েটার উদ্যোগে শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।
এ সময় সকলকে শীতকালীন বিভিন্ন ধরনের পিঠা খাওয়ানো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে গানে মুখরিত হয়ে উঠে একাডেমি প্রাঙ্গণ।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ আমানউল্লাহ, মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ-উল-ইসলাম, টঙ্গীবাড়ী কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান, হিরণ-কিরণ সংগঠনের প্রতিষ্ঠাতা নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অপূর্ব সূচনা, সারং সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির প্রতিনিধি শেখ মো. শিমুল, আবৃত্তি সংগঠনের সভাপতি শেখ সুমনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জেলার ঐতিহ্যবাহী সংগঠন অনিয়মিত সাহিত্য সংস্কৃতির গোষ্ঠীর সভাপতি আরিফ মোড়লকে সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে প্রয়াত সংগঠক হিরণ ও কিরণের স্মৃতিচারণ করা হয়।