পঞ্চগড়ের বোদায় জমি নিয়ে বিরোধের জেরে আবু বক্কর সিদ্দিক (৪৩) নামে এক সৎ ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে খুন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমতলা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ দানেশ (৫৩)। তারা ওই এলাকার মৃত খতির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঐ দুই ভাইয়ের মধ্যে জমি বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে আবু বক্বর সিদ্দিক তার বড় ভাই দানেশকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বোদা থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।