বাংলাদেশের মানুষ এখন ভোটের অধিকার নিয়ে অনেক সচেতন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
শনিবার (৩০ ডিসেম্বর) হাতীবান্ধায় এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।
ছাত্রলীগ সভাপতি বলেন, বাংলাদেশের মানুষ এখন ভোটের অধিকার নিয়ে অনেক সচেতন। বিশেষ করে যারা আগুন সন্ত্রাস, সহিংসতা তৈরি করছে এবং বিদেশিদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিতে চেয়েছে তাদের বিরুদ্ধে জনগণের একটি সুস্পষ্ট অঙ্গীকার আমরা দেখতে পাচ্ছি। তাই ৭ জানুয়ারি বাংলাদেশের গণতন্ত্রকে বিজয়ী করার শপথ গ্রহণ করবে এ দেশের জনগণ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
উল্লেখ্য, লালমনিরহাট-১ আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির পক্ষে ভোট চাইতে লালমনিরহাটে নির্বাচনী সফরে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।