ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

মরা ছাগলের মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ , ১১:২৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে মরা ছাগলের মাংস বিক্রি করায় এক কসাইকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এরফান উদ্দিন এ জরিমানা করেন।

অভিযুক্ত কসাই ওয়াসিম খাগড়াছড়ি সদরের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওয়াসিম মরা ছাগল জবাই করে বাজারে বিক্রি করতে আনলে স্থানীয় ক্রেতারা বুঝতে পেরে থানায় খবর দেন। পরে জেলার ভেটেরিনারি সার্জন ডা. সিরাজ ঘটনাস্থলে গিয়ে ছাগলটি মরা বলে নিশ্চিত করেন।

এ বিষয়ে এরফান উদ্দিন গণমাধ্যমকে জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত কসাইকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |