নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছামির আলী পদত্যাগ করেছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
এ বিষয়ে ছামির আলী বলেন, আমি জানতে পারলাম কিছুদিন আগে নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আমার অজান্তে আমার নাম দেওয়া হয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং কমিটি থেকে পদত্যাগ করি।
বিজ্ঞাপন
তিনি বলেন, বর্তমানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সঙ্গে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই এবং অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক নেই।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানার বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।