মেহেরপুর গাংনী উপজেলার চাঁদপুর-শালদহ উত্তর মাঠের পাকা সড়কের ওপর থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
-
আরও পড়ুন : ককটেল ফাটিয়ে নৌকার পোস্টার-প্রতিকৃতিতে আগুন
শনিবার (৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে এগুলো উদ্ধার করে গাংনী পুলিশের একটি দল।
হেমায়েতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাগরি হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে বোমা সাদৃশ্য বস্তুটি চারটি পড়ে থাকার বিষয়ে জানতে পারি। পাকা সড়কের ওপরে দুটি কলাগাছ কেটে ফেলে রাখা হয়। এর পাশে দুটি এবং পাকা সড়কের পাশে আরও দুটি বোমা সাদৃশ্য বস্তু পড়ে ছিল। বিষয়টি জানানো হলে গাংনী থানা পুলিশের একটি টিম গিয়ে তা উদ্ধার করে।
-
আরও পড়ুন : দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
এ বিষয়ে গাংনী থানার এসআই দেবাশীষ অধিকারী জানান, কাল স্কচটেপ দিয়ে মোড়ানে বোমা সাদৃশ্য বস্তু চারটি পানিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানায় নেওয়া হয়েছে।