ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

তিনদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪ , ০৩:১৬ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম শনিবার থেকে আগামী সোমবার (৮ জানুয়ারি) পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক থাকবে।

বিজ্ঞাপন

শনিবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া।

এ বিষয়ে স্থলবন্দরটির আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, নির্বাচনের জন্য ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ইন্দো-বাংলা ব্যবসায়ী সংগঠনের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |