• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৪, ১৫:৪৫
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন।

অভিযোগে বলা হয়, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বীর নারী সমর্থকের মাধ্যমে গ্রামে গ্রামে টাকা ছড়িয়ে ভোট কিনছেন। তারা প্রতিদিন বিভিন্ন গ্রামে গিয়ে সুকৌশলে নারী ভোটারদের টাকার বিনিময়ে ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য বেআইনি প্রলোভন দেখাচ্ছেন এবং টাকার বিনিময়ে ভোট কিনছেন। এই ভোট ক্রেতা দুষ্কৃতিকারীদের আচরণে জনমনে বিরূপ প্রভাব পড়ছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট হচ্ছে।

দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মুঠোফোনে তার ভাতিজা রোহান বলেন, নেত্রী ব্যস্ত আছেন। অভিযোগ সম্পর্কে আমাদের জানা নেই।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন
গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নেওয়া নিন্দনীয় কাজ: কায়সার কামাল
প্রমাণিত হলো, তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই ষড়যন্ত্রমূলক: মির্জা ফখরুল
বাড়িতে ডেকে শ্লীলতাহানির অভিযোগ শরদ কাপুরের বিরুদ্ধে