হিমেল হাওয়া আর কুয়াশায় কনকনে শীত পড়েছে নওগাঁয়। বুধবার (১০ জানুয়ারি) জেলায় সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস। যা এই মৌসুমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
এ তথ্য নিশ্চিত করেন বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।
তিনি জানান, গত দিনের তুলনায় আজ জেলায় ২ ডিগ্রি তাপমাত্রা কমেছে। ঠান্ডা বাতাসের সঙ্গে কুয়াশার কারণে শীত জেঁকে বসেছে। দিনের বেলা সূর্যের আলো দেখা দিলেও রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য থাকায় তাপমাত্রার পরিবর্তন দেখা দিয়েছে। কৃষকের ফসল রক্ষায় বীজতলা ভালোভাবে ঢেকে রেখে পরিচর্যার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী কয়েকদিন জেলায় তাপমাত্রা ওঠানামা করতে থাকতে পারে বলে আশঙ্কা বদলগাছি আবহাওয়া অফিস।
সদর উপজেলার রামরায়পুর গ্রামের কৃষক গোমের আলী জানান, প্রচণ্ড শীত সেই সঙ্গে ঠাণ্ডা বাতাসে গরু-ছাগল নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে। তাই বাধ্য হয়ে শীতের হাত থেকে বাঁচতে গরুর গায়ে চট দিয়েছি। যাতে কোনো রোগ না হয়।
দিনমজুর আলী মিয়া জানান, কয়েকদিন তেমন শীত ছিল না। গত দুদিন থেকে আবার হিমেল হাওয়া আর শীত শুরু হয়েছে। রিকশা চালানো যাচ্ছে না। ঠাণ্ডার কারণে তেমন মানুষও পাওয়া যাচ্ছে না। ঠিক মতো আয় না হওয়ায় সংসার চালাতে কষ্ট হচ্ছে।
এদিকে, ঠান্ডা হিমেল বাতাস থাকায় শীতে কষ্ট পাচ্ছেন সাধারণ মানুষ। সময়মত কাজে যেতে না পারায় বিপাকে পড়েছেন সাধারণ দিনমজুররা। ফসলের বীজ এবং বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা।