ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

পাবনায় পেট্রোল পাম্পে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

পাবনা প্রতিনিধি

বুধবার, ১০ জানুয়ারি ২০২৪ , ১০:০১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

পাবনা শহরের রাধানগর এলাকায় ফরিদ ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় পৌনে একঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস ও র‍্যাব জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জ্বালানিবাহী একটি লরি এসে পেট্রোল পাম্পে তেল খালাস করছিল। এ সময় তেলের লাইনের মুখ খোলার সঙ্গে সঙ্গে স্পার্ক করে আগুন ধরে যায়। 

বিজ্ঞাপন

এ সময় লরিচালক পেট্রোল পাম্প থেকে গাড়ি চালিয়ে সড়কের ওপরে নিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে যায়। ততক্ষণে পেট্রোল পাম্প ও লরিতে আগুন ধরে যায়। 

খবর পেয়ে পুলিশ, র‍্যাব সদস্য এবং ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হান তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |