গাজীপুরের শ্রীপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাহাদিয়া মাসুম (২৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের আহিজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে পৌরসভার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর পাশে মাওনা-ফুলবাড়ীয়া সড়কের প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে। মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মাদবর জানান, গাজীপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা নিহত মাহাদিয়া মাসুম। ময়মনসিংহের ভালুক উপজেলার জামিরদিয়া এলাকার এসকিউ গ্রুপের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন তিনি। বৃহস্পতিবার দুপুরের মধ্যাহ্ন বিরতির পর কারখানা থেকে ছুটি নিয়ে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে মাওনা-ফুলবাড়ীয়া সড়কের প্রবেশ মুখে একটি অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।