ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

প্রেমিকের বাড়িতে নির্যাতনের শিকার প্রেমিকা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪ , ০৭:১২ পিএম


loading/img
সারিয়াকান্দিতে প্রেমিকের বাড়িতে নির্যাতনের শিকার প্রেমিকা। ছবি : সংগৃহীত

সারিয়াকান্দিতে স্মৃতি আক্তার (১৯) নামে এক তরুণী প্রেমিকের বাড়িতে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৩ জানুয়ারি) সকালে এ বিষয়ে ওই তরুণীর বাবা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্মৃতির নানার বাড়ি সারিয়াকান্দির হরিণা গ্রামে। নানার বাড়ি যাতায়াত করতে করতে ৪ বছর আগে ওই গ্রামের বাহাদুর রহমানের ছেলে সাফিউর রহমান সাফির (২৫) সঙ্গে স্মৃতির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার বিয়ের প্রলোভন দেখিয়ে সাফি স্মৃতিকে তাদের বাড়িতে ডেকে নেয়।

বিজ্ঞাপন

সেদিন দুপুরে স্মৃতি সাফির বাড়িতে এলে সাফির মা এবং তার আত্মীয় স্বজন স্মৃতিকে মারপিট করে এবং তার জামাকাপড় ছিঁড়ে দেয়। এরপর তারা স্মৃতির নিকট থেকে তার হাতব্যাগ ছিনিয়ে নেয়। যার ভেতরে নগদ টাকা এবং মোবাইল ছিল। মারপিটের পর স্মৃতিকে সাফির নানার বাড়িতে রেখে আসা হয়।

এ বিষয়ে স্মৃতি বলেন, সাফির সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বিষয়টি নিয়ে সাফির বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের সঙ্গে মোবাইল ফোনেও পাওয়া যায়নি।

সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগপত্র পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |