পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কাজল রায় (১৯) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দেবীগঞ্জ পৌরসভার নতুনবন্দর এলাকার রিপন ইসলাম (২০) নামের মোটরসাইকেলের অপর আরোহী।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার সোনাহার ইউনিয়নের বসুনিয়ারহাট-চিকারহাট সড়কের গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রলীগ নেতার বাড়ি দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ঢাকাইয়া পাড়া এলাকায়। তিনি ওই এলাকার তাপস রায়ের ছেলে।
কাজল উপজেলার কালিগঞ্জ বিএম কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতেন। তিনি কলেজ ছাত্রলীগ শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ব্যক্তিগত কাজে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে নীলফামারী জেলার ডোমার উপজেলার চিকারহাটে যাচ্ছিলেন কাজল। পরে তিনি উপজেলার সোনাহার ইউনিয়নের বসুনিয়ারহাট-চিকারহাট সড়কের গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে সড়কে পড়ে থাকা একটি ইটের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়কে পাশে থাকা একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে ধাক্কা খান তিনি। মাথায় গুরুতর আঘাত পেয়ে মোটরসাইকেলের অপর আরোহী রিপন ইসলামসহ সড়কের পাশেই ছিটকে পড়েন কাজল। তবে এতে কাজলের মাথা থেতলে গেলেও অপর আরোহী রিপন সামান্য আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় কাজলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল আমরা করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।