ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে, প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ , ১২:৪৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাহ আলম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুভ (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় সদর উপজেলার আলদি সড়কের মদিনা বাজারের ডাকাতিয়া তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম নারায়ণগঞ্জের বন্দর উপজেলার খলাপাড়া এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিক হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, কয়েকটি মোটরসাইকেল নিয়ে আলদির দিকে যাচ্ছিলেন কয়েকজন যুবক। পথিমধ্যে ডাকাতিয়া ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে এক যুবকের মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালে রাখা আছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |