ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

কুতুবদিয়ায় বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন

আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪ , ০৬:৫৭ পিএম


loading/img

কক্সবাজারের কুতুবদিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে খতমে কুরআন, মিলাদ মাহফিল এবং জুমার নামাজের পর বিশেষ দোয়ার মধ্যদিয়ে কমপ্লেক্সটির উদ্বোধন করা হয়। 

জানা গেছে, কুতুবদিয়ার দক্ষিণ ধূরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ বঙ্গবন্ধুকে ভালোবেসে নিজের পৈত্রিক জমির উপর কমপ্লেক্সটি নির্মাণের উদ্যোগ নেন।

বিজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ বলেন, আমি পাকিস্তানের রাষ্ট্রদ্রোহী মামলার আসামী ছিলাম। মাধ্যমিক স্কুলে পড়াকালীন থেকে ধূরুং হাইস্কুলের ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক, নাজির হাট কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক, এবং সাতকানিয়া কলেজ ছাত্রলীগের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলাম। আমি ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলাম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে জনগণকে সংগঠিত করার অপরাধে তৎকালীন পাকিস্তান সরকার আমার  বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে। পাকিস্তানী হানাদার বাহিনী, আলবদর, আল-শামস ও রাজাকারদের সহযোগিতায় আমার বাড়িতে আগুন দেওয়া এবং লুটপাট করা হয়েছিল।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সদস্য আশেকুর রহমান, কক্সবাজার পৌর যুবলীগের সাবেক সদস্য মাশেকুর রহমান, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের, উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |