ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

অতিরিক্ত ঠান্ডায় রেললাইনে ফাটল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪ , ০১:৩০ এএম


loading/img
ছবি : সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। স্টেশন মাস্টারের দাবি, অতিরিক্ত ঠান্ডার কারণে এই ফাটল দেখা দিয়েছে। রাত সাড়ে ৯ টার দিকে রেলওয়ের মেরামত কর্মীরা রেললাইন মেরামতের কাজ শেষ করেন।

বিজ্ঞাপন

জানা যায়, সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মাধনগর রেল স্টেশনের উত্তরে ২৪৪ নম্বর ব্রিজের কাছে ফাটল দেখতে পান নিরাপত্তা কর্মীরা। পরে আনসার সদস্য মিজানুর রহমান বিষয়টি স্টেশন মাস্টারকে অবহিত করেন।

রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মিজানুর রহমান জানান, আমরা রেলপথে টহল দেয়ার সময় বিষয়টি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানাই। রেলওয়ের মেরামত কর্মীরা দ্রুত তা মেরামত করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে মাধনগর রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার শামিম হোসেন জানান, খবর পেয়ে রেললাইন ফাটলের মেরামত করা হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |