ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

কাবিনের রাতে ছাদ থেকে পড়ে কনের মৃত্যু 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪ , ০৭:৫৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

গেলো বৃহস্পতিবার হয়েছে গায়ে হলুদ। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে বিয়ের কাবিন। কাবিনের আগেই সাত তলার ছাদ থেকে পড়ে সাদিয়া আক্তার (২২) নামে মিরপুর বাংলা কলেজের অনার্সের এক ছাত্রী মারা গেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে টঙ্গী বাজারের গুড়পট্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সাদিয়া টঙ্গী বাজার গুড় পট্টির জনৈক হাজী ছায়েদ আলীর বাড়ির ভাড়াটিয়া আবুল বাশারের মেয়ে। আবুল বাশার ঢাকা জেলার নবাবগঞ্জ সদরের বাসিন্দা। 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া ঢাকার মিরপুর বাংলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তার বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার গায়ে হলুদ ছিল। শুক্রবার রাতে কাবিন হওয়ার কথা। এ অবস্থায় আজ শুক্রবার বিকেলে বাড়ির সাত তলার ছাদ থেকে পড়ে সাদিয়া মারা যায়। 

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন মরদেহ উদ্ধার করেন। মেয়ের বাবা আবুল বাশারের বরাত দিয়ে পুলিশ জানায়, সাত তলার ছাদে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তার মেয়ে মারা গেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

যদিও মেয়ের মা তাহমিনা আক্তার কলি গণমাধ্যম ও পুলিশকে জানায়, সাদিয়া মৃত্যুর আগেই তার মোবাইল ভেঙে ফেলেছিল। 

বিজ্ঞাপন

টঙ্গীর ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন জানান, মেয়েটির বৃহস্পতিবার গায়ে হলুদ ছিল। আজ শুক্রবার কাবিন হওয়ার কথা ছিল। মেয়ের অমতে বিয়ের কারণে মৃত্যুর ঘটনা ঘটে থাকলেও থাকতে পারে। এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |