• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ঠান্ডায় মারা গেল খামারির ১০৫ ছাগল

আরটিভি নিউজ

  ২৯ জানুয়ারি ২০২৪, ১০:২৩
ঠান্ডায় মারা গেল খামারির ১০৫ ছাগল
ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে এক খামারির ১০৫টি ছাগল মারা গেছে।

চলতি মাসে উপজেলার চর খোয়াজ এলাকায় এসব ছাগলের মৃত্যু হয়।

শহীদুল ইসলাম নামের ওই খামারি পুঁজি হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা নেবু লাল দত্ত।

তিনি জানান, শীতকালে অপরিচ্ছন্ন ও খোলা স্যাঁতস্যাঁতে পরিবেশে ছাগলগুলোকে রাখায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে সেগুলোর মৃত্যু হয়েছে।

ছাগলের মৃত্যুর বিষয়ে খামারি শহীদুল ইসলাম জানান, তার প্রধান পেশা গরু-ছাগল পালন। আগে ছয়-সাতটি গরুর খামার থাকলেও ২০১৮ সালে সাড়ে আট লাখ টাকা খরচ করে ৩০টি ছাগল দিয়ে ছাগলের খামার শুরু করেন। ধীরে ধীরে ছাগলগুলো বাচ্চা দিয়ে খামার ভরপুর হয়ে ওঠে। ৩০টি ছাগল থেকে তার খামারে প্রায় দেড়শো ছাগলের খামার হয়। পরে গত কোরবানির ঈদে ৪০টি ছাগল বিক্রি করে দেন। এরপর খামারে থাকা ১১০টি ছাগলকে লালন-পালন করেন। চলতি মাসের শুরুতে হঠাৎ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে ছাগলগুলো। কোনোটা দাঁড়াতে পারছিল না ও খাবার খাওয়া বন্ধ করে দেয়। কিছু ছাগলের মুখ দিয়ে লালা ঝরতেও দেখা যায়।

তিনি আফসোস করে বলেন, সঙ্গে সঙ্গে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে ছাগলগুলোকে চিকিৎসা করান। কিন্তু কোনো লাভ হয়নি। মৃত ছাগলগুলোর মধ্যে দুটিকে ফেনীর আঞ্চলিক পশু হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তে ছাগলের মধ্যে কোনো রোগের লক্ষণ পাওয়া যায়নি। মারা যাওয়া ছাগলগুলোকে গর্ত করে মাটিচাপা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি
ঠান্ডাজনিত রোগে আক্রান্ত বেশি শিশু ও বয়স্করা
নওগাঁয় ঠান্ডা বাতাসের দাপটে বিপর্যস্ত জনজীবন
কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জনজীবন